Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মে ২০১৭

সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্পের জাতীয় কর্মশালা ২০১৭ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2017-05-18

ঢাকার খামারবাড়িস্থ আ.কা.মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে ১৭মে ২০১৭ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন সাইট্রাস ডেভেলপমেন্ট (১ম সংশোধিত) প্রকল্পের উদ্যোগে জাতীয় কর্মশালা-২০১৭ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. গোলাম মারুফ। প্রধান অতিথি বলেন, সাইট্রাস জাতীয় ফলকে সবার দোরগৌড়ায় পৌঁছাতে হলে আমাদেরকে গুড প্লান্টিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে। আমাদের কৃষি সম্প্রসারণে যেভাবে অগ্রগতি সাধিত হয়েছে তাতে ভবিষ্যতে প্রচুর প্লান্টিং ম্যাটেরিয়াল সরবরাহ করতে হবে। তিনি আরও বলেন, মাল্টার বাগান করার জন্য অনেকে আগ্রহী। এক্ষেত্রে আমাদের প্রচুর চারার প্রয়োজন হবে। এখন যেসব মাল্টার চারা সরবরাহ করা হয় সেক্ষেত্রে স্টক প্লান্ট ব্যবহার করা হয় জাম্বুরার ওপরে। জাম্বুরা এবং মাল্টা এর মধ্যে কম্পাটিবিলিটি ঠিক আসে না। ফলে যতদিন বাগানটা থাকার কথা ছিলো ততদিন থাকে না। এজন্য  প্লান্টিং ম্যাটেরিয়ালে কোয়ালিটি আমাদের মেইনটেইন করতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের পরিচালক কৃষিবিদ মো. কুদরত-ই-গনী এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবিদ কৃষিবিদ চৈতন্য কুমার দাস ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি উপস্থাপন করেন কৃষিবিদ মো. ফরিদুল হাসান, প্রকল্প সমন্বয়কারী পরিচালক, সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্প। কর্মশালায় প্রকল্পভুক্ত এলাকার উপপরিচালক, সাইট্রাস ডেভেলপমেন্ট অফিসার এবং কৃষক প্রতিনিধিগন বক্তব্য তুলে ধরেন।